
সিলেট-সুনামগঞ্জ সড়কের যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আহসানমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
নিহতদের স্বজনরা জানান, সিলেট গোয়ালাবাজার উপজেলার ইসবপুর গ্রামে পীরের বাড়িতে ওরসে যান সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর ও সাদকপুর গ্রামের জমির আলী (৩২) আলী নূর (৩৩), ঝনিক মিয়া (৩৯) সুমেন মিয়া (৪০)।
শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সুনামগঞ্জের গ্রামের বাড়িতে আসার সময় তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন আলী আকবর, ঝনিক মিয়া ও সুমেন মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে গুরুতর আহত আলী আকবর ও ঝনিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেন, বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই জন মারা গেছেন। এতে একজন আহত হন। মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।
যাত্রীবাহী বাসটি সিলেট যাচ্ছিল এবং সিএনজিচালিত অটোরিকশা সুনামগঞ্জ আসছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]