কালীগঞ্জে ১২৩ ফুট উঁচু "বঙ্গবন্ধু টাওয়ার" ভাঙচুর ও অগ্নিসংযোগ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০
কালীগঞ্জে ১২৩ ফুট উঁচু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মিত দেশের সবচেয়ে উচ্চতায় "বঙ্গবন্ধু টাওয়ার" ভেঙে দিয়েছে ছাত্র-জনতা।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শমসের নগর এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালায় ১২৩ ফুট উচ্চতার বঙ্গবন্ধু টাওয়ারে। শত শত মানুষের ক্ষোভ আর প্রতিক্রিয়ায় মুহূর্তের মধ্যে ভাঙচুর করা হয় বিশাল এই স্থাপনা। এরপরই অগ্নিসংযোগ করা হয়। রাতের অন্ধকারে লেলিহান শিখায় পুড়তে থাকে বঙ্গবন্ধুর স্মারক টাওয়ারটি।


জানা যায়, টাওয়ারটি শুধু উচ্চতার জন্যই নয়, বরং এর বিশেষ স্থাপত্য ও বঙ্গবন্ধু পরিবারের প্রতীকী উপস্থিতির জন্যও আলাদা গুরুত্ব বহন করছিল। ছয়তলা বিশিষ্ট এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে বঙ্গবন্ধু পরিবারের ২০টি ভাস্কর্য ছিল, যার মধ্যে সর্বোচ্চ স্তরে স্থাপিত ছিল বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্য।


স্থানীয় রাকিব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বারবাজার এলাকার শমশের নগরে শুরু হয় জনতার জমায়েত। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে, মুহূর্তের মধ্যে মিছিল এগিয়ে যায় টাওয়ারের দিকে। বিক্ষুব্ধ জনতার ক্ষোভ একের পর এক ভাস্কর্য ভেঙে ফেলতে শুরু করে। শেষ পর্যন্ত, পুরো টাওয়ারকেই আগুনের লেলিহান শিখায় বিলীন করে দেয় তারা।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com