
ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শহরে একটি বর্ণাঢ্য মিছিল বের করে।
মিছিলটি পুরাতন ডিসি কোর্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে যেয়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন ঝিনাইদহ সদর থানার সভাপতি মেহেদী হাসান রাজু । হাতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেষ্টুনসহ নানা সাজ-সজ্জায় সজ্জিত হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মাসুদ রানা পারভেজ, অর্থ সম্পাদক আবরার জাহিন রনিসহ অন্যান্যরা ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু তাদরে দোসররা দেশকে অস্থিতিশীল করতে ব্যস্ত সময় পার করছে। নতুন বাংলাদেশ গড়তে আমাদের সাবধানে এগুতে হবে। যেকোন মূল্যে তাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না ।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]