
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে ও ইসপা'র উপজেলা সমন্বয়কারী মাহাবুবুল আলমের সঞ্চালনায় উপজেলার ছয় ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।
এসময় গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে গৃহীত ও নিষ্পত্তিকৃত মামলার তথ্য, মামলার প্রসেস, নিষ্পত্তির ধরণ ও ২০২৪ সালের সংশোধনী বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ইউএনও জনি রায়, নথি রেজিস্টার নিয়মিত আপডেট রাখা, গ্রাম আদালতের প্রচারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রচারণায় উদ্যোগ নেয়াসহ নিয়মিত মামলার শুনানির পরামর্শ দেন।
পরিশেষে ইউএনও প্রকল্পের পক্ষ থেকে দেওয়া মামলার রেজিস্ট্রার সমূহ এএসিওদের হাতে তুলে দেন।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]