পাংশায় চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৬
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০
পাংশায় চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৬
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ারম্যান সহ অন্তত ৬ জন আহত হয়েছেন।


বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ চেয়ারম্যানের বাড়িতে ঢুকে এ হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।


আহতরা হলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, তার ভাই আব্দুর রহিম, সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু, ভাতিজা ফুরকান ও চেয়ারম্যানের স্ত্রী। হামলা ও ভাঙচুর চালিয়ে দুর্বৃত্তরা স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে যায়।


জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ৩০ থেকে ৪০ জনের এক দল দুর্বৃত্ত দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহ চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে চেয়ারম্যানসহ আহতদের এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে হামলাকারীরা ঘর থেকে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহতদের প্রথমে রাজবাড়ী সরকারি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করে।


চেয়ারম্যানের ভাতিজা জাকারিয়া বিশ্বাস মুঠোফোনে জানান এখন আহতরা সবাই আশঙ্কামুক্ত। তবে দুর্বৃত্তদের চিনতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঘটনার সময় অবরুদ্ধ ছিলাম। আহতদের কাছ থেকেও কিছু জানতে পারি নাই। আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত এমন কোনো সিদ্ধান্ত হয় নাই।


পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাস বলেন, আমি রাতে ওসির ফোনের মাধ্যমে জানতে পারি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। কি কারণে হামলা করা হতে পারে জানতে চাইলে তিনি বলেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে।


পুলিশ সুপার পাংশা (সার্কেল) দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com