মোংলায়
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের জন্মশতবার্ষিকী পালিত
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের জন্মশতবার্ষিকী পালিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, কবি-সাহিত্যিক-অনুবাদক ও শিক্ষানুরাগী ফাদার মারিনো রিগনের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।


৫ ফেব্রুয়ারি, বুধবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে রিগনের এ জন্মবার্ষিকী পালিত হয়।


কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ১০টায় মোংলার শেলাবুনিয়া ক্যাথলিক চার্চ চত্বরে তাঁর সমাধিতে মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেন্ট পলস্ ধর্মপল্লী, সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


এ সময় ফাদার রিগনের সমাধি চত্বরে রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফিলিপ মন্ডল, মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. নূর আলম শেখ প্রমূখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, ইতালি নাগরিক ফাদার রিগন বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্যে মুগ্ধ হয়েছিলেন। তাই আমৃত্যু তিনি বাংলাদেশে অর্থাৎ মোংলায় থেকেছেন। আর মৃত্যুর পরেও তাঁর অন্তিম ইচ্ছায় তাকে মোংলায় শায়িত করা হয়েছে। উল্লেখ্য ১৯৫৩ সালের জানুয়ারিতে ধর্ম প্রচারের কাজে মারিনো রিগন বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে প্রথমে তিনি কয়েকটি জায়গায় ঘুরে বাগেরহাটের মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে স্থায়ী আবাস গড়ে তোলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোংলাতেই থাকতেন। ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ফাদার মারিনো রিগন ইতালির ভিল্লাভের্লাা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২০ অক্টোবর ৯২ বছর বয়সে বয়সে বার্ধক্যজনিত কারণে ইতালিতে মারা যান তিনি। এর ঠিক এক বছর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ সরকারের সহায়তায় ইতালি থেকে রিগনের মরদেহ বাংলাদেশে আনা হয়। পরে মোংলার শেলাবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com