
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
২১ মে, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ের উত্তরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তালুকদার বাড়ী মোড় এলাকায় রেললাইনে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে জানালে জামালপুর রেলওয়ে পুলিশ কে অবগত করা হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে জামালপুর পুলিশ ফাড়িতে নিয়ে যায়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। ট্রেন আসার পূর্বে হয়তো তিনি রেললাইনে বসা ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কেটে নিহত হয়েছেন বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি। সংবাদ পেয়ে ঘটনাস্থলের আসি ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। পিবিআই এর মাধ্যমে মৃত ব্যাক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]