মোংলায়
আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ঘটনা পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯
আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ঘটনা পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় সম্প্রতি কয়েক দফায় আওয়ামী লীগ-বিএনপির হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনার তদন্ত এবং আহত নেতাকর্মীদের দেখতে এসে দলীয় নেতা-কর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।


৫ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে খুলনা বিভাগীয় নেতৃবৃন্দের সাংগঠনিক নির্দেশনায় তিনি একাধিক হামলা-সংঘর্ষের স্পট পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন।


এছাড়া তিনি উভয় দলের নেতা-কর্মীর বাড়ী ও ঘটনাস্থলে গিয়ে প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করেন।


এ সময় বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দলে অনুপ্রবেশকারী ও অতি উৎসাহীদের কারনে এ বিশৃঙ্খলা ঘটছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা- আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করবোনা, আমরা মানবিক রাজনীতি করবো। নেতার এ নির্দেশনার বাহিরে যারা যাবে, তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ ব্যবস্থা নিবে। কারো কোন অপকর্মের দায় দল নিবেনা। তিনি আরো বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যে অন্যায়-নির্যাতন করেছে, আমরা তা করবো না। আর আইনশৃঙ্খলাকারী বাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্যেও বলেন তিনি।


এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা আঃ মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, শেখ রুস্তুম আলী, খোরশেদ আলম ও বাবুল হোসেন রনিসহ অন্যান্যরা।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com