
ঝিনাইদহের মহেশপুরে জাতীয়তাবাদী মহিলা দলের নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ফতেপুর বাজারে এ মানববন্ধন করে ফতেপুর ইউনিয়ন মহিলা দল।
এসময় ইউনিয়ন মহিলা দলের নেত্রী শিরিনা খাতুন, পারুল আক্তার, মহেশপুর উপজেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা মহিউদ্দিন মহি, ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মীর কবির হোসেন সহ পাঁচ শতাধিক নারী পুরুষ হাতে ঝাড়ু নিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
বক্তব্যে তারা জানান, গেল ২৫ জানুয়ারি উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মীসভা ঘিরে ফতেপুর গ্রামের মৃত নুর আলী দফাদারের ছেলে আওয়ামী লীগ নেতা আজগর আলী ভুলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করেন। তারই প্রতিবাদে বিকালে ফতেপুর বাজারে ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এ ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়েছে।
এছাড়াও বক্তারা আগামী ২৪ ঘণ্টার ভেতর অভিযুক্ত আজগর আলী ভুলুকে গ্রেপ্তারের দাবি জানান। গ্রেফতার না হলে বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দেন মানববন্ধন থেকে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]