
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুরুন্নবীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ ঘটনার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত পুলিশ পরিদর্শককে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত তার প্রত্যাহারের দাবিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে শত শত লোক জড়ো হয়ে দফায় দফায় বিক্ষোভ করেন উত্তেজিত জনতা।
বিক্ষোভকারীরা জানান, রবিবার সন্ধ্যায় পুলিশ পরিদর্শক নুরুন্নবী
লাহুড়িয়া গ্রামের মধ্যে কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলার কারণে ৭/৮ জন কে ধরে ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাদের কাছে টাকা দাবি করে বলেন, টাকা না দিলে আদালতে জুয়া খেলার অপরাধে চালান দেওয়ার হুমকি দেয়। স্থানীয় জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা পুলিশ পরিদর্শকের কাছে তাদের ছাড়াতে আসলে তাদের সাথে খারাপ আচরণ করেন।
এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথেও ফোন আলাপকালে অসদাচারণ করেন। এমনকি অভিযুক্ত পুলিশ পরিদর্শক প্রকাশ্যে ডক্টর ইউনুসকে গালি দেন বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে বিক্ষোভের মুখে তিনি আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন,অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবী সব সময় অপেশাদার আচরণ করেন, যা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে।
এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীর ফোন নম্বরে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি। যার ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মঙ্গলবার (৪ফেব্রয়ারি) সকালে বলেন, অভিযোগ আসায় লাহুড়িয়া পুলিশ
তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]