টাঙ্গাইলে
গান শুনতে গিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৩ জন আহত
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ২১:১৭
গান শুনতে গিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৩ জন আহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রামের বিরোধের জেরে হামলার শিকার হয়ে বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার নিকরাইল ইনিয়য়নের ভারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের উত্তরপাড়ার রাসেল (২২) তার বাবা জাহিদুল ইসলাম (৪০) এবং চাচাতো দাদা জলিল (৫০)। তারা উপজেলা স্বাস্থ্যকমপেক্সে চিকিৎসাধীন।


আহত পরিবারের লোকজন জানায়, গত ১৪ ডিসেম্বর কয়েড়া ফজল ওরফে ফজল পীর সাবের বাড়িতে বার্ষরিক ওরস শরীফ অনুষ্ঠানে নিকরাইল ও কয়েড়া গ্রামের বেশ কয়েক যুবকদের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে মাসখানেক ধরে লোকজনদের উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকালে কয়েড়া গ্রামের রাসেল, তার বাবা ও চাচাতো দাদা সিএনজিযোগে নিকরাইল বাজারে তাদের দোকানে যাচ্ছিল। সেই বিরোধের জেরে নিকরাইলের ভারইপাড়া এলাকায় নিকরাইল গ্রামের ফাহিম, জনি, তমাল, ফাহাদ ও নেহাল নামে আরও বেশ কয়েকজন দেশীয়অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজন।


আহত রাসেল বলেন, সিএনজিযোগে আমি দোকানের মালামাল কেনার জন্য টাঙ্গাইল যাচ্ছিলাম। সাথে আমার বাবা ও দাদা ছিলেন। নিকরাইলের ভারইপাড়া এলাকায় পৌঁছলে সিএনজি আটকে আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমরা আহত হলে স্থানীয়রা আমাদের সেখান থেকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে প্রেরণ করে।


এ ঘটনায় নিকরাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম দিলীপ ফকির বলেন, হামলার খবরটি জেনে ঘটনাস্থলে গিয়েছিলাম। এদের মাঝে পূর্বে জেরে যে দ্বন্দ চলছিল সেটি দুইপক্ষের কোনো পক্ষই আমাকে জানায়নি। বিষয়টি জানলে স্থানীয়ভাবে আমি মিমাংসা করে দিতে পারতাম।


ভূঞাপুর থানার (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com