
ফরিদপুরের বোয়ালমারীতে ‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিৎ পালের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলভীর রহমান।
প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ শাহিন আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, এসডিসির মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার নমিতা দাশ ও উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ উৎপাদনকারী উদ্যোক্তা মো. রজব আলী প্রমুখ।
সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বীজ, সার ও পরামর্শ দিয়ে পাশে থেকে সহযোগিতার জন্য এসডিসি এবং উপজেলা কৃষি অফিসকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কৃষক মো. শহিদুল ইসলাম ও ফাতেমা তুজ জোহরা।
প্রকল্পটির আওতায় মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল নামে ৩টি নতুন মোড়কে বিএসটিআই’র অনুমোদন নিয়ে বাজারজাত করা হচ্ছে।
কৃষকদের উচ্চ ফলনশীল জাতের বারি-১৪, ১৭ ও ১৮ সরিষা চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিরাপদ ভোজ্যতেল তেল উৎপাদন ও স্বাস্থ্য সুরক্ষায় বেশি করে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করতে হবে। স্থানীয়ভাবে উৎপাদিত খাঁটি সরিষার তেলে ওমেগা ফ্যাটি এসিডসহ নানাবিধ পুষ্টি গুণাগুণ রয়েছে। যা স্বাস্থ্যের জন্য উপকারী।
জমিতে জৈব সার ব্যবহারের গুরুত্ব দিয়ে বক্তারা আরও বলেন, জৈব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহারে পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদন করা যায়। রাসায়নিক সারের পরিবর্তে জমিতে ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সার ব্যবহারে খরচ কম এবং অধিক ফলন পাওয়া যায়।
উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে স্থানীয় মুদি দোকানি, আড়ৎদারসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
বিবার্তা/মিলু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]