নরসিংদীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪
নরসিংদীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দা পাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাদিম মাহমুদ দিপু (১৯), একই গ্রামের মুসলিম মিয়ার ছেলে রাসেল মিয়া ওরফে রাশেদ মিয়া (২১) ও মিলন সরকারের ছেলে মেহেদী হাসান শিবলী (২১)।


মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারি (রবিবার) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গেইট এলাকায় একটি বাড়িতে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধরে নিয়ে অভিযুক্তরা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি ভুক্তভোগী কলেজ ছাত্রী তার পরিবারকে জানালে ভুক্তভোগীর মা রাবেয়া বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সোমবার রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজকে গ্রেপ্তার করে।


নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, রাতেই ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com