
সারাদেশের মতো রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজবাড়ী স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে স্টেশনে এসে অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকেই আবার তাদের যাত্রা বাতিল করেছেন।
সাধারণত ভোর ৬টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রাজবাড়ী এক্সপ্রেস ছাড়ে, যা আজ চলেনি। সকাল ৬:১৫-তে রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট শাটল ট্রেন এবং সকাল ৮:১০-তে রাজবাড়ী-পোড়াদহ শাটল ট্রেন বন্ধ রয়েছে। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাত ১২টার আগে খুলনা থেকে ছেড়ে আসা নকশি কাঁথা মেইল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকায় পৌঁছেছে।
রাজবাড়ীর দাদশী থেকে আসা যাত্রী রফিক মোল্লা জানান, ঢাকায় চিকিৎসার জন্য আগেই মধুমতি ট্রেনের টিকিট কেটেছিলেন, কিন্তু স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ। ট্রেন বন্ধ থাকবে সেটি আগে থেকে জানালে অন্য উপায়ে ঢাকা যেতাম। এখন বাসের টিকিটও পাব না।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী জানান, রাত ১২টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যারা আগেই টিকিট কেটেছেন, তারা রেলের পক্ষ থেকে টাকা ফেরত পাবেন।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]