
সুনামগঞ্জের মধ্যনগরে ইউএনও'র বিশেষ অভিযানে ভারতীয় গরুসহ ৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার কায়েতকান্দা নৌকা ঘাট থেকে ৪০ টি গরুসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হল, উপজেলার আমানীপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে মোঃ মহর আলী (৪৮),তেলিগাও গ্রামের আসন্তর আলীর ছেলে মোঃ আয়নাল হক (৪০), একই গ্রামের মোঃ আবদুল্লাহ্'র ছেলে মোঃ দুদ মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম (৫৮)।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরু পাচারের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪০ টি গরু জব্দ ও ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা গরুর মালিকানার স্বপক্ষে কোন কাগজপত্র দাখিল করতে পারেনি। পরে ৪০ টি গরুসহ ৪ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]