
টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়'সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনান্তে পুলিশ সুপার বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালন করতে হবে। সাধারণ জনগণের আস্থা অর্জনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করতে হবে।পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেন। পরে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ভালো কাজের পুরস্কার প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]