
টাঙ্গাইলের মধুপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ জানুয়ারি, সোমবার গভীর রাতে মধুপুর উপজেলা ও জামালপুর জেলার সরিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো.মিজানুর রহমান।
গ্রেফতারকৃত হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাগুন্তিনগর গ্রামের মোখছেদ আলীর ছেলে মো. আনোয়ার হোসেন রানা (৩২), জামালপুর জেলার সারিয়াকান্দি উপজেলার নান্দিনার চর গ্রামের বাদশা সেখের ছেলে মোনায়ারুল হাসান মজনু(২৮) একই গ্রামের হেলাল খানের ছেলে মো. ইলিয়াছ হোসেন (২৬), একই জেলার ছনটিয়া গ্রামের শাজাহানের ছেলে মো. হারেজ আলী (৪৩) ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ছনপোচা গ্রামের আইন উদ্দিন মণ্ডলের ছেলে মো.হারুণ অর রশীদ। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের এমপি বাড়ি জামে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় মধুপুর থানায় থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে রহস্য উদ্ঘাটন হয় এবং চোরের অবস্থান শনাক্ত করেন। পরে মঙ্গলবার রাতে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে জামালপুর জেলা থেকে মনোয়ারুল হাসান মজনু, ইলিয়াছ হোসেন ও হারেছ আলী এবং বগুড়া জেলা থেকে হারুণ অর রশীদকে গ্রেফতার করে পুলিশ।
এঘটনায় মধুপুর থানায় তাদের নামে একটি চুরির মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে আসছে এ কথা স্বীকার করেছে।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]