মনোহরদীতে বস্তাবন্দি অজ্ঞাত লাশ উদ্ধার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
মনোহরদীতে বস্তাবন্দি অজ্ঞাত লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর মনোহরদীতে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সীমান্তবর্তী শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রিজের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রিজের নিচে প্লাস্টিকের বস্তায় বাঁধা লাশ দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজন মনোহরদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।


মনোহরদী থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই মেহেদী হাসান জানান, স্থানীয় লোকজন এবং জরুরি সেবার ৯৯৯ নম্বরের কলের মাধ্যমে আমরা খবর পাই। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।


মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com