
সুনামগঞ্জের ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি'র অর্থায়নে নিবন্ধিত শিশুদের নিয়ে আনন্দ উৎসব ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ধর্মপাশা এপি'র উদ্যোগে ধর্মপাশা এপি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি'র ম্যানেজার সুমন রুরাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ধর্মপাশা এপি'র প্রোগ্রাম ম্যানেজার সমল মানখিন।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ধর্মপাশা এপি'র সিডিও বিদ্যুৎ মাংসাং'র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার,পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (নান্দাইলে) এসিও প্রশান্ত নাফাক , ইউপি চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু,সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ নিবন্ধিত শিশুদের নিয়ে কেক কাটেন এবং নিবন্ধিত ৪৩০০ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
বিবার্তা/শহিদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]