
রাজবাড়ীর কালুখালীতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে সিরাজুল ইসলাম খান নামে এক কৃষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া সাদার চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম খান উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঠাকুর পাড়ার লিয়াকত আলী খানের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি হরিণবাড়িয়া বাজারে চায়ের দোকান করতেন।
আহত ট্রাক্টর চালক ফিরোজ শেখ রতনদিয়া ইউনিয়নের শিকদার পাড়ার জিন্নাহ শেখের ছেলে।
সোমবার সিরাজুল ইসলাম খান হরিণবাড়িয়া সাদার চরে নিজের রসুন ক্ষেত পরিচর্যা করতে যান। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। চরের উঁচু জায়গা উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন সিরাজুল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর গুরুতর আহত হন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, হরিণবাড়িয়া সাদার চরে ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]