
রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী রাসেল ও মিঠু গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার শরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী নামক স্থানে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আসামিরা হলেন, ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে রাসেল শেখ (৩০), একই এলাকার মৃত কিয়ামুদ্দিনের ছেলে আ. মালেক (৫৫) ও আবু বক্কার সিদ্দিক (৪৩)।
এদের মধ্যে রাসেল শেখ পুলিশি প্রহরায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এসময় আসামীদের কাছ থেকে একটি দেশীয় ওয়ানশ্যুটার গান, একটি তরবারি, একটি ড্যাগার ও একটি লোহার রড উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে রাসেলকে আঘাত করে। এ সময় রাসেলের সাথে থাকা আগ্নেয়াস্ত্র (দেশীয় ওয়ানশ্যুটার গান ) দিয়ে গুলি করার ভয় দেখায়। তখন মিঠু গ্রুপের লোকজন রাসেলকে মারপিট করে।সে সময় স্থানীয় আ. মালেক (গ্রেফতারকৃত আসামি) তার ঘরে থাকা দেশীয় অস্ত্র তরবারি হাতে মিঠু গ্রুপকে ধাওয়া দিলে মিঠু গ্রুপ পিছু হটতে বাধ্য হয়। রাসেল গ্রুপের বক্কারের হাতে থাকা ড্যাগার নিয়ে মিঠুকে ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া খেয়ে রাসেলের হাত থেকে ওয়ানশ্যুটার গান পড়ে যায়। রাসেল আহত অবস্থায় মালেকের বসত ঘরের ভিতর দরজা বন্ধ করে অবস্থান করতে থাকে। খবর পেয়ে পুলিশ আসামি মালেকের বাড়ীর চারদিক ঘেরাও করে রাখে। পরে জেলা পুলিশের একটি শক্তিশালী টিম স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করে।
রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]