বিএনপি নেতার গাড়ীবহরে হামলা, ৪৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৫৩
বিএনপি নেতার গাড়ীবহরে হামলা, ৪৯ জনের বিরুদ্ধে মামলা
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‍‍`র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনায় গৌরীপুর থানায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে স্থানীয় ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৪। তারিখ-৯ জানুয়ারী। মামলা দায়ের করেন উপজেলার সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র মো. সেলিম।


মামলা সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারী গৌরীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামে যুবদল নেতা সুজাত মিয়ার বাড়িতে আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।


এ ঘটনায় স্থানীয় রফিক, নুরুজ্জামান, শাহজাহান, মুন, বাবুল মিয়া, সাইদুর রহমান, সবুজ মিয়া, ওয়াসিম রাজিব, তোতা মিয়া, নজরুল ইসলাম, সাকিবুল ইসলাম শহিদ, অন্তর সরকার, আব্দুল হামিদ, আব্দুল হাই, ফয়সাল মিয়া, রাসেল মিয়া, সেলিম মিয়া, আল আমিন, আমিরুল ইসলাম, রায়হান উদ্দিন, রাকিব মিয়া, আব্দুল কাদির, কামরুল ইসলাম, পিয়াস মিয়া, এরশাদুল হক, ছোটন মিয়া, পারভেজ মিয়া, আবু হুবায়রা, আসাদুজ্জামান ডানুর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি দিয়ে মামলা করা হয়েছে।


মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com