টাঙ্গাইলে দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্র উদ্বোধন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৩২
টাঙ্গাইলে দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্র উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্র'-এর শুভ উদ্বোধন এবং ইঞ্জিনিয়ার ড. এফ. আর খান সম্পাদিত উজ্জল নক্ষত্র গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


১১ জানুয়ারি, শনিবার বিকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে টাঙ্গাইল ছায়াবীথির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরফান খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী ড. ফজলুর রহমান খান।


অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আরফান আলী মোল্লা, টাঙ্গাইল ক্যাডেট এন্ড একাডেমিক স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন খান, সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, সরকারি সহকারী পাবলিক প্রসিকিউটর, সাব জজ-১, জজকোর্ট টাঙ্গাইল এডভোকেট খন্দকার চমন আল মুইছ প্রমুখ।


এর আগে অতিথিবৃন্দ দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্রর শুভ উদ্বোধন এবং ইঞ্জিনিয়ার ড. এফ আর খান সম্পাদিত উজ্জ্বল নক্ষত্র গ্রন্থের মুরুক্ষ উন্মোচন, পুরস্কার বিতরণ করেন।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com