মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ পূর্তি উৎসব সম্পন্ন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ পূর্তি উৎসব সম্পন্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ‘মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র শতবর্ষপূর্তি উৎসব এবং সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।


শুক্রবার (১০ জানুয়ারি) এ উপলক্ষ্যে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলে নানা আনুষ্ঠানিকতা। সকাল ১১টার দিকে এ বিদ্যাপিঠের সাবেক শিক্ষার্থী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শতবর্ষপূর্তি উৎসবের শুভ উদ্বোধন করেন।


পরে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন, উদ্বোধনী সঙ্গীত, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন ও অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে চলতে থাকে উৎসবের কার্যক্রম। এর আগে অতিথি ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


ব্রিটিশ উপনিবেশ শাসনামলে তৎকালীন ময়মনসিংহের গৌরীপুরের পঞ্চম জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী ১৯২০ সালে তার মা বিশ্বেশ্বরী রায় চৌধুরীর নামানুসারে মধ্যনগরে ‘বিশ্বেশ্বরী মাইনর স্কুল’ প্রতিষ্ঠা করেন। এ বিদ্যাপীঠে ১৯৫১ সাল পর্যন্ত মাইনর এ্যাডুকেশন ব্যবস্থা চালু ছিল। ১৯৫২ সালে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু হয়। ১৯৫৪ সালে প্রতিষ্ঠানের প্রথম মেট্রোকুলেশনের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৯৫ সালে চালু হয় উচ্চ মাধ্যমিক শাখা। ২০১৯ সালে এ বিদ্যাপীঠের শতবর্ষপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতিসহ নানাবিধ কারণে দুই দুইবার অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাবেক ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আলোচনা সভায় উৎসব উদ্‌যাপনের আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রমা বিজয় সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার, মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়, উৎসব উদ্‌যাপন কমিটির সদস্য সচিব বিজন কুমার তালুকদার, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, মধ্যনগর শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, সাবেক শিক্ষার্থী গোলাম হায়দার, অভী মঈন উদ্দিন, আমিনুল ইসলাম তালুকদার, তুষার আলম।


বিবার্তা/শহীদুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com