সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে ৬ শিক্ষার্থী আহত
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:০১
সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে ৬ শিক্ষার্থী আহত
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গাড়িটিতে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিত চক্রবর্তী।


মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সাজেক সড়কের শিজকছড়া এলাকায় চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। গাড়িটিতে ১২ জন পর্যটক ছিলেন। তারা খাগড়াছড়ি থেকে সাজেকে বেড়াতে যাচ্ছিলেন।


সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, পর্যটকবাহী জিপ গাড়িটি মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্য রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।


এদিকে সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিত চক্রবর্তী বলেন, সাজেক সড়কের শিজকছড়া এলাকায় পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে কয়েকজন আহত হন এমন খবর শুনেছি। তারা সবাই নোয়াখালী মহিলা কলেজের ছাত্রী বলে জানতে পেরেছি।


খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, গতকাল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৬ জন হাসপাতালে এসেছিলেন। তার মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন, বাকি ৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তারাও গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com