বিরামপুর সীমান্তে অবৈধপথে
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, একই পরিবারের ৫জনসহ আটক ৮
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, একই পরিবারের ৫জনসহ আটক ৮
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় একই পরিবারের ৫ জনসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ বিজিবি সদস্যরা।


৬ জানুয়ারি, সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের ২৯৪-৩এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই দিন রাতে বিরামপুর থানায় হস্তান্তরের পর মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক।


আটককৃতরা হলেন, বগুড়া সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ (৫২), মংলা দেবনাথের তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫) ও বুদা দেবনাথের ছেলে বিকাশ দেবনাথ (১৬)।


এছাড়াও দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫) ও অনুপ্রবেশে সহায়তাকারী বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মমিনুর রহমানকে (৩৫) আটক করেন।


বিজিবি সূত্রে জানাগেছে, বিনা পাসপোর্টে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে পাচারের জন্য সীমান্তের ২৯৪/৩ সাব পিলার হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চাপড়া গ্রামে জড়ো হচ্ছে এমন খবরে সোমবার বিকেলে অচিন্তপুর বিওপির টহল বিজিবি সদস্যরা অভিযান চালান। এসময় গ্রামবাসীর সহায়তায় বিজিবির অভিযানের সময় সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে পলায়নকৃত চাপড়া গ্রামের ছইবুর রহমানকে (৩২) অপারের বিএসএফ’র সহায়তায় বিজিবির আটক করেছে। এছাড়া অনুপ্রবেশে সহায়তাকারী আরো ৫ জন পালিয়ে গেছে। পাচারের জন্য জড়োকৃতরা জানান, তারা দীর্ঘদিন থেকে ভারতে শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে বাড়িতে এসে আবার অবৈধ ভাবে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।


বিজিবি তাদের নিকট থেকে ৫টি মোবাইল ফোন, বাংলাদেশি ও ভারতীয় ১৬টি সিমকার্ড, ৪টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ১টি ভারতীয় আধার কার্ড ও ১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করেছে।রাতে তাদের নামে মামলা দিয়ে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়।


বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে আজ মঙ্গলবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com