
প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃজন এবং পুষ্টি চাহিদা মেটাতে বান্দরবান জেলার লামা উপজেলায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষের উপর এক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলার ২০ জন সুফলভোগীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, প্রকল্পের বান্দরবান জেলার সহকারী পরিচালক মামুনুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণ শেষে সুফলভোগীদের নিয়ে চকরিয়া উপজেলার হারবাং এ আর.বি.আর.এস ফিশারিজ হ্যাচারিতে মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় সফল করেন প্রশিক্ষনার্থীরা।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় উপজেলায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে ৬ ব্যাচে মোট ১২০ জন মৎস্য চাষীকে ১ দিনের রিফ্রেশারর্স প্রশিক্ষণ প্রদান শেষে হ্যাচারিতে অভিজ্ঞতা বিনিময় করা হয়। প্রশিক্ষণ শেষে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির জন্য হ্যাচারি পরিদর্শন সহ অভিজ্ঞতা বিনিময়ও করার পাশাপাশি জেলেদের জন্য সৃজনকৃত বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন জেলা মৎস্য অফিসার অভিজিৎ শীল।
এ বিষয়ে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ বলেন, দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে গৃহীত হয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প’। এ প্রকল্প কার্যক্রমের ফলে উপজেলায় মৎস্য চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে এবং পাহাড়ি জনগোষ্ঠীর সুফলভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]