
বান্দরবানের লামায় ফাল্গুনী লেটেক্স রাবার বাগান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় ১টি দেশীয় বন্দুকসহ গ্রেফতার করা হয় ১ নারীকেও।
রবিবার (৫জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কুমারমার ঝিরিতে অভিযান চালিকে মালামালসহ তাকে আটক করা হয়।
রবিবার (৫জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারমার ঝিরি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম বেবি আক্তার (৩৫)। তিনি কুমারমার ঝিরির বাসিন্দা আবুল হাশেমের ছেলে নুরুল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, গত শনিবার দিনগত রাতে (৪ জানুয়ারি) ফাল্গুনী লেটেক্স রাবার বাগান থেকে একটি এক্সপার্ট সাবমারসিবল পাম্প ও কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল চুরি হয়। রবিবার দুপুরে এ ঘটনার প্রতিকার চেয়ে বাগানের কেয়ারটেকার রিমন্ত রোয়াজা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে এ দিন বিকাল সাড়ে ৫টার দিকে কুমারমার ঝিরিতে অভিযান চালায়। এ সময় পুলিশ নুরুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেবি আক্তারকে (৩৫) গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদে বেবির দেখানো মতে ঘর থেকে ১টি দেশীয় তৈরি এক নলা বন্দুকও উদ্ধার করা হয়। অভিযানের টের পেয়ে বসতঘরের মালিক নুরুল আমিন পালিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে গ্রেফতারকৃত বেবী জানান, শত্রুতা মুলক আমাকে ও আমার পরিবারের সদস্যদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এ নাটক সাজিয়েছেন প্রতিপক্ষ।
এ বিষয়ে লামা থানা ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, চুরি ও অস্ত্র উদ্ধার ঘটনায় গ্রেফতারকৃত বেবি ও পলাতক নুরুল আমিনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনসহ অন্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিবার্তা/নুরুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]