সুনামগঞ্জে হিজল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭
সুনামগঞ্জে হিজল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন
ধর্মপাশা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের পেছনে ছোট কান্দা নামক স্থানে অবস্থিত শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় ওই হিজল বাগানে সুনই গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অবৈধ দখলদার উচ্ছেদ, সীমানা নির্ধারণ, হিজল গাছ কর্তনকারীদের জবাবদিহিতার আওতায় আনা ও হিজল বাগানের অভ্যন্তরে বসানো সেচ পাম্প বন্ধের দাবি জানানো হয়।


এর আগে গ্রামবাসীর পক্ষ থেকে হিজল বাগানটি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার জন্য জেলা প্রশাসক, ইউএনও ও এসিল্যান্ডের কাছে অভিযোগ করা হয়েছে।


মানববন্ধনে শিক্ষক মেহেদী হাসান ডালির সঞ্চালনায় বক্তব্য দেন, সুনই গ্রামের বাসিন্দা নূরুজ্জামান, শাহজাহান মিয়া, মোফাজ্জল হোসেন, শরিফ আহমেদ মামুন, আল-আমিন, হাফেজ আব্দুল বাতেন, সোহরাব আহমেদ।


জানা যায়,পাইকুরাটি ইউনিয়নের সুনই মৌজার ১নং খতিয়ানে ৯৩ নং দাগে (এসএ রেকর্ড অনুযায়ী) ৮৩.৮০ একর পরিমাণ ভূমি রয়েছে। যার পুরোটা জুড়েই ছিল হিজল বাগানের বিস্তৃতি। এ জায়গার মধ্যে ৩.৬০ একর জায়গা কয়েকজন ভূমিহীনের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। কিন্তু বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি ১০ বছরের ব্যবধানে স্থানীয় একটি কুচক্রী মহল চাষাবাদের নামে হিজল গাছ কেটে বাগানটিকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। এ নিয়ে গত মঙ্গলবার সকাল ১১টায় এলিস্যান্ডের কার্যালয়ে অভিযোগকারীদের উপস্থিতিতে অভিযুক্তদের শুনানি অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/শহীদুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com