
মাত্র দুই মাসের মাথায় শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
এদিকে, জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সাংগঠনিক
কার্যক্রম স্থগিত করায় মাঝরাতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলটির একাংশের নেতা-কর্মীরা।
মাঝরাতে জেলা শহরে উচ্ছ্বসিত নেতা-কর্মীদের ‘এই মুহূর্তে খবর এলো, চাঁদাবাজ মুক্ত হল, এই মুহূর্তে খবর এলো, চাঁদাবাজ মুক্ত হল; তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত, চূড়ান্ত ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল রাতে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির আংশিক আহ্বায়ক
কমিটি দিয়ে ছিলেন। আমরা সেই কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং তৃণমূলের নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি ও চলেছি। শেরপুরে কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা আচরণ করেনি। তারেক রহমানের নির্দেশ মানার জন্যে শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সবাইকে আবারও শান্তিপূর্ণ অবস্থায় থাকার জন্য অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর (রবিবার) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল
ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিবার্তা/জাহিদুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]