
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠীর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য মেহেদী হাসান রুবেলকে প্রকাশ্যে লাঞ্চিত ও দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের শিয়ালকাঠী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের পদত্যাগ দাবি করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, ইউপি সদস্য শাহিন হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, সমাজসেবী গিয়াস উদ্দিন তালুকদার, মইনুল ইসলাম চুন্নু তালুকদার, মুসলেম মোল্লা প্রমুখ।
অবিলম্বে ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি করেন বক্তারা।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নন। তার দাবি, তিনি যা কিছু করেছেন, পরিষদের সদস্যদের নিয়ে আইনগতভাবেই করেছেন।
বিবার্তা/রবিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]