
'নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার' স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় একটি র্যালি উপজেলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আব্দুল আলিম, জনস্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডা. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, রহনপুর পৌর ৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার ইউসুফ আলি, ছাত্র সমন্বয়ক রাসেল আলী, ডাসকো প্রতিনিধি, শ্যামল চন্দ্র প্রমুখ।
বিবার্তা/লিটন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]