খানসামায়
জামাইয়ের বাড়িতে হামলার শিকার শ্বশুর, থানায় অভিযোগ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
জামাইয়ের বাড়িতে হামলার শিকার শ্বশুর, থানায় অভিযোগ
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামায় জামাইয়ের বাসায় গিয়ে হামলার শিকার হয়েছেন শ্বশুর, এমনটাই অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত সেই জামাই আল আমিন ইসলাম (২৬) ওই এলাকার লিয়াকত আলীর পুত্র।


বুধবার (১ জানুয়ারি) উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ইউসুফ শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিযুক্তের শ্যালক আল আমিন ইসলাম।


থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বাদী আল আমিন ইসলামের বোন সুমি আক্তার (২৩) কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো তার স্বামী ও শ্বশুর পরিবারের সদস্যরা। এ ঘটনা জানতে পেরে সুমির শ্বশুড়বাড়ীতে যান তার বাবা-মা ও ভাই৷ এসবের প্রতিবাদ করলে দু'পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাদী ও তার বাবা-মায়ের ওপর অতর্কিত হামলা চালায় তার ভগ্নিপতি তার পরিবারের লোকজন। বর্তমানে তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে ঘটনার বিচার দাবি করে আহত শাহাজ উদ্দিন বলেন, বিনা কারণে আমার উপর এই অতর্কিত হামলার সঠিক বিচার দাবি করছি। আমি থানা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি৷


ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আল আমিনকে ফোন করলে তিনি বলেন, তাদেরকে মারধর করা হয়নি বরং তারাই আমার বাসায় এসে নগদ টাকা ও সোনাগয়না নিয়ে গেছে। আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এজন্য আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।


এ বিষয়ে অফিসার ইনচার্জ নজমূল হক বলেন, ঘটনাটি শুনেছি এবং দু'পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com