মধ্যনগরে পিআইসিদের কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৪১
মধ্যনগরে পিআইসিদের কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণের লক্ষ্যে গঠিত প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এতে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে পিআইসিদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল।


এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপ-সহকারী প্রকৌশলী নূর আলম, উপজেলা প্রকৌশলী (অ.দা)মোহাম্মদ শাহাবুদ্দিন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সজীব রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু প্রমুখ।


উল্লেখ্য, মধ্যনগর উপজেলায় ৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৩৪ টি প্রকল্পের মাধ্যমে ৫২.৮৪ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের কাজ করা হবে। পাউবো জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) পর্যন্ত ২৫ প্রকল্পের কাজ শুরু হয়েছে।


বিবার্তা/শহীদুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com