দৌলতপুরে
র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৬
র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ আব্দুস সামাদ (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।


১ জানুয়ারি, বুধবার রাত ৮ টা ৪৫ মিনিটে উপজেলার টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের জামিরুল ইসলামের ছেলে।


র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল টলটলিপাড়া এলাকার চঞ্চলের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালায়।


এসময় ৭৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদকে আটক করে র‌্যাব।


উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com