লামায় ৩ দিনের মধ্যে
সরই ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯
সরই ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউপি চেয়ারম্যান ইদ্রিসকে আগামী ৩ দিনের মধ্যে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।


২ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে 'এক দফা এক দাবি, ইদ্রিস তুই কবে যাবি, এ স্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সরই ইউনিয়ন সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়।


এতে চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস এর অপসারণ দাবী তুলে বক্তব্য রাখেন স্থানীয় নুরুল আবচার, নুরুল আলম, মো. নাছির উদ্দীন, ইকবাল, মো. সেলিম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, আলী হোসেন, মোহাম্মদ করিম, মমতাজ বেগম, আছর উদ্দিন ও সেলিম উদ্দিন। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা বান্দরবান জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বলেন, ইদ্রিস একজন ভোট চোর, তিনি ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন। তার আমলে আওয়ামীলীগের লোক ছাড়া সাধারণ মানুষ কোন সেবা পায়নি। বর্তমানেও মানুষ সেবা পাচ্ছেনা। আগামী তিন দিনের মধ্যে চেয়ারম্যান ইদ্রিসকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করতে হবে। নাহয় এর চেয়েও কঠিন থেকে কঠিন কর্মসূচি পালন করার ঘোষণা দেন বক্তারা।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com