
'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর মধ্যে দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত সহ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ আরও অনেকে।
উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা বলেন, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে এবারে হাকিমপুর উপজেলায় তিনজনকে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ১টি, প্রতিবন্ধীদের সূবর্ন পরিচয়পত্র ৫টি ও আর্থিক সহায়তা প্রদান করা হয় ৯জনকে।
বিবার্তা/রববানী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]