
টাঙ্গাইল সদরের আনুহেলা গ্রামে বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাকারি আল আমিনের কাছ থেকে টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার আনুহলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা বেগম,হালিমা বেগম,সোহরাব আলী,মাইনুদ্দিন, হুগরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজনু মৃধা,ইউপি সদস্য জমেলা বেগম,সাবেক পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্বা আব্দুর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন, সৌদি আরবের কথা বলে ৮জনের কাছ থেকে দশটি ব্লাংক চেক প্রদান করে ৩২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে আল আমিন নামে এক দালাল। আমরা এই আলামিনের বিচার চাই ও অতিদ্রুত এই টাকা গুলো ফেরত চাই।
এসময় ভুক্তভোগী পরিবারসহ শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।
বিবার্তা/বাবু/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]