
ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকালে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে ছাত্রদল, বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে শহরের পায়রা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির ভূঁইয়া হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কে এম আমিরুজ্জামান খাঁন শিমুল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. সৌমেনুজ্জামান।
পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বির সঞ্চালনায়, সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মিজানুর রহমান খাঁন লাভলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সরকারি কে.এম.এইচ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. শাওন খাঁন প্রমুখ।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মুকুল খাঁন, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর কৃষক দলের আহ্বায়ক ফিরোজ উদ্দীন মানিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রদল পূর্বে ও জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড ছিল এখনো আছে। ছাত্রদল নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, ৫ আগস্টের পরে অনেক ছাত্রলীগসহ আ'লীগের দোসররা বাঁচার জন্য ছাত্রদলসহ অন্য অনুপ্রবেশের চেষ্টা করবে। তবে কোনোভাবেই তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।
অনুষ্ঠানে বিএনপিসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]