ব্রাহ্মণবাড়িয়ায়
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ভোগ সৃষ্টিকারীদের আধিপত্য
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ভোগ সৃষ্টিকারীদের আধিপত্য
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টিকারীদের আধিপত্য দিন দিন বেড়েই চলেছে।


মহাসড়কটিতে সকল নিষেধাজ্ঞা যানবাহন, অবৈধ স্থাপনা, ফুটপাত দখল ইত্যাদি বিষয় ছাড়াও প্রতিদিন বিধি নিষেধাজ্ঞা অমান্য করে আইনবিরোধী কার্যকর নিত্য নতুন জনদুর্ভোগ সৃষ্টি করে যাচ্ছে। নতুন করে যেমন খোলা পরিবেশে ড্রাম ট্রাকে করে বালু বহন করার পাশাপাশি মহাসড়কের পাশে বালুর স্তুপ রেখে সংঘবদ্ধ একটি শ্রেণির লোকজন আধিপত্যে ৮/১০টি স্থানে বালুর স্তুপ রেখে ব্যবসা করে চলছে। এসব দেখেও ব্যবস্হা গ্রহণের কেউ নেই।


এতে যেমন পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে, এছাড়াও ধূলা-বালু উড়ে সড়ক দিয়ে চলাচলকারী এলাকাবাসী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের চোখে মুখে লেগে তারা পড়েছেন মহাবিপাকে। অন্যদিকে যাতায়াত যানবাহন এবং পথচারী শিক্ষার্থীদের চলাচলে বিশেষণভাবে মহাবিপাকে পড়তে হচ্ছে বালুর স্তুপের কারণে।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার সদর ইউনিয়ন পূর্ব কুট্টাপাড়া খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে এমনি চিত্র চোখে পড়ে। ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিন শত শত ডাম্প ট্রাক, ট্রাক, ট্রাক্টরে করে বালু বহন করা হচ্ছে। এতে বায়ুদূষণসহ ঢাকনা বিহীন গাড়িগুলো থেকে মহাসড়কে বালু পড়ে বিবর্ণ হচ্ছে মাইলের পর মাইল। খোলা ট্রাকে বালু বহনের ক্ষেত্রে কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে বহন করার কথা থাকলেও তা মানছেন না চালক বা ব্যবসায়ীরা।


অন্যদিকে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া এলাকায় ঢাকা-সিলেট এই মহাসড়কের বিভিন্ন স্হানে দেখা গেছে, প্রায় ১০টি বালুর স্তূপ রয়েছে। এসব বালু হালকা বাতাসে উড়ে পথচারীর চোখেমুখে যাচ্ছে। মূল সড়কের ওপর বালু পড়ে সেগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। যাতায়াত যানবাহনে এবং এলাকার পথচারী, শিক্ষার্থীদের চলাচলে বিশেষণভাবে মহাবিপাকে পড়তে হচ্ছে।


এ অবস্থায় সড়ক দিয়ে চলাচলকারী সকল যাতায়াতরত আরোহী, শিক্ষার্থী, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে করে অনেকে এজমা, হাঁপানি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা আছে এবং যানবাহন ও সকল মহাসড়ক ব্যবহারকারী চলাচলকারীদের যেকোন সময় বিরাট দুর্ঘটনার আশংকা রয়েছে। মহাসড়ক চলাচল এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।


এবিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুর তৌহিদ জানান, ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক সকল বিষয়ে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপরও তারা স্থান বদল করে করে এই কার্যকর চালিয়ে যাচ্ছে। এবিষয়ে আমরা কর্মতৎপরতা আরও বাড়িয়েছি। যাকে যেখানে আইন বিরোধী কার্যকরে পাচ্ছি তাদের সেখানেই আইনগত ব্যবস্থা নিচ্ছি।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com