হিলিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪০
হিলিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


বুধবার (১ জানুয়ারি) সকালে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।


পরে একই দিন বিকেল সাড়ে তিনটার দিকে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে ছাত্রদল, বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।


র‌্যালি শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান।


এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, রিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, মহিলা নেত্রী আক্তারা বানু, চায়না, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা, মিন্নুর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধান। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মন্ডল সহ আরও অনেকে।


আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রদল পূর্বে ও জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড ছিল এখনো আছে। ছাত্রদল নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, ৫ আগস্টের পরে অনেক ছাত্রলীগসহ আ'লীগের দোসররা বাঁচার জন্য ছাত্রদলসহ অন্য অনুপ্রবেশের চেষ্টা করবে। তবে কোন ভাবেই তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। আলোচনা সভা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে।


আলোচনা সভা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয় এবং চলে আতশবাজি। এরপরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিবার্তা/রব্বানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com