মোংলায়
বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সজিব বয়াতী।


বুধবার (১ জানুয়ারি) উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিগোল এলাকার ইব্রাহিম বয়াতিকে বেধড়ক মারধর ও জীবন কেড়ে নেওয়ার হুমকির প্রতিবাদে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইব্রাহিম বয়াতি।


লিখিত বক্তব্য তিনি বলেন, জয়মনি থেকে মোংলার উদ্দ্যেশ্যে রওয়ানা হই। পথমধ্যে বৈদ্যমারী বাজারে আমিনুল ইসলাম মিঠুর নেতৃত্বে অন্যান্যরা আমাকে পথরোধ করে এবং একটি কাঁকড়ার দোকানের মধ্যে নিয়ে সকলে মিলে বেধড়ক মারধর করে, এরপর আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে তাদের সহযোগিতায় মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আমিনুল ইসলাম মিঠু বর্তমান চিলা ইউনিয়নের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান গাজী আকবর হোসেনের শ্যালক। গত ৩ ডিসেম্বর জয়রামনিরগোল বাজায় বিএনপি অফিসের সামনে হাদীর সাথে দলীয় কার্যালয় নিয়ে চেয়ারম্যান আকবর হোসেনের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে চেয়ারম্যানের চাচা শ্বশুর জাকির হোসেন ঝংকার ফকির (৫৮), পিতা-মৃত হাশেম বদির ও ১নং বিবাদী আমিনুল ইসলাম মিঠু ফকিরের অনুমতিক্রমে উপরোল্লিখিত সন্ত্রাসী কায়দায় ১০/১৫ টি মোটর সাইকেলে লোক নিয়ে বেদমভাবে বাদীকে মারপিট করে। আমি গত ৪ ডিসেম্বর মোংলা থানা এবং নৌবাহিনীতে একটি অভিযোগ দায়ের করি। এতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে যায় এবং এরই প্রেক্ষিতে অদ্যজার সন্ধ্যায় আমাকে মারপিট করে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ তুলে না নিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এছাড়া বিবাদীগণ ৫ আগস্টের পরে বিভিন্ন লোকের মৎস্য ঘের জোরপূর্বক দখল করিয়া আছে।


বিবার্তা/জাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com