ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:১৪
ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম (৪০) কে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ এ তথ্য জানান।


এর আগে একই দিন রাত ৯টার দিকে পাঁচদোনার আসমান্দীর চর গ্রামের একটি বাড়ি হতে তাকে আটক করা হয়। আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়।


গ্রেপ্তারকৃত শাহ আলম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে।


তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে অতর্কিতে আসমান্দির চর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।


এসময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে। আতঙ্কিত এলাকাবাসী সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীর দুইটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়। পরে রাতেই তাকে নরসিংদী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।


উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুন কবির (৩৫) কে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামি শাহআলম।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com