ফেনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৩২
ফেনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে বাসা থেকে জোহরা আক্তার টুনি (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


১ জানুয়ারি, বুধবার বিকাল তিনটার দিকে শহরের ৯নং ওয়ার্ডের আবু লাইস লেনের সাহাবুদ্দিন ম্যানশনের ৫ম তলার একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।


সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের ফজলুল হকের স্ত্রী ও তিন সন্তানের জননী। স্বামী ফেনী রেলওয়ের নৈশ প্রহরী।


স্বামীর দাবি পরকীয়া ও ফেসবুকে আসক্ত ছিল নিহত গৃহবধূ। তবে তিন সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে অভিযোগ লুকাতে চায় নিহতের বড়ভাই জামাল উদ্দিন। পুলিশের ভাষ্যমতে, খাটের উপর বৈদ্যুতিক পাখার সাথে ওলনা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


নিহতের স্বামী ফজলুল হক বলেন, টুনি ফেসবুক ও পরকীয়া আসক্ত ছিল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সে পরকীয়ার বিষয়টি তাকে জানিয়ে ক্ষমা চেয়েছিল। এসব দাবি উপেক্ষা করে নিহতের ভাই জামাল উদ্দিন বলেন, বিয়ের পর থেকে তাদের বিরোধ চলে আসছিল। মৃত্যুর বিষয়টি পরিষ্কার। তবে তিন সন্তানের বিষয়টি আমাদের চিন্তা করতে হচ্ছে।


উদ্ধারের পর তাৎক্ষণিক ফেনী মডেল থানা উপ-পরিদর্শক হাসনাত আবদুল্লাহ চৌধুরী বলেন, তার শয়নকক্ষের খাটের উপর বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই পায়ের হাঁটু খাটে লাগানো থাকায় সন্দেহ হচ্ছে।


মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com