
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় ছাত্রদল আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
বুধবার (১ জানুয়ারি) বিকালে তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে এ কর্মসূচির সূচনা হয়।
র্যালিটি উপশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও (তালা - কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের,তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদ, ফারুক জোর্য়াদ্দার,ছাত্রনেতা মেহেদী হাসান,তালা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের ঐতিহ্য তুলে ধরা হয়।
বিবার্তা/সেলিম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]