
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
১ জানুয়ারি, বুধবার সকাল ৯টায় নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
সকাল ১০টা থেকেই জেলা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী বিভিন্ন নেতার নেতৃত্বে ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আনন্দ বাজার বালুর মাঠে নেতাকর্মীরা জড়ো হয়। দুপুর ১২টায় আনন্দ বাজার বালুর মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তৌফিক খান মিল্কী, সহ সভাপতি রায়হান ফারাস বাপ্পী, সাখাওয়াত হোসেন হাইয়ুল, শামছুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাইদ, মাজহারুল ইসলাম জিপু, এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান বর্ণাঢ্য আনন্দ র্যালির নেতৃত্ব দেন।
র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে বেলা ১টায় দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]