মোংলা নদীর উপর সেতু নির্মাণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৬:০০
মোংলা নদীর উপর সেতু নির্মাণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা নদীর উপর সেতু নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় করেছে সড়ক ও জনপদ বিভাগ।


১ জানুয়ারি, বুধবার দুপুর ১২টায় মোংলার দিগরাজে সড়ক ও জনপদের বাংলোতে হাইডোলজি ও মরফোলজি স্টাডি রিপোর্ট ও সেতুর অবস্থান চূড়ান্ত করতে এই মতবিনিময় সভা করে তারা।


এসময় সড়ক ও জনপদের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ইপিজেড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সুবিধাজনক স্থানে মোংলা নদীর ওপর সেতু নির্মাণের ওপর মত প্রকাশ করেন।


মোংলা নদীর মাঝে ২০০ কিলোমিটার বাকি রেখে দুই পাড়ে দুটি পিলারের ওপর সেতুটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায়।এরপর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরেই সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানায় সড়ক ও জনপদ বিভাগ। সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের জনপদের দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হবে বলে মনে করেন স্থানীয়রা।


বিবার্তা/জাহিদ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com