লক্ষ্মীপুরে ড্যানিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
লক্ষ্মীপুরে ড্যানিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে ড্যানিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়৷ এতে ৭ টি গ্রুপে ৭ টি দল বিজয়ী হয়।


এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) ড্যানিশ কনডেন্সড মিল্ক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন ক্লাবের ১০২ টি দল অংশগ্রহণ করে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।


জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মহসিন কবীর স্বপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনের সাইদুল আজহার সারোয়ার, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আবদুর রব শামীম ও জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর মজুমদার প্রমুখ।


বিবার্তা/সুমন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com