লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৪:২৯
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।


বুধবার (১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয় অতিথিরা।


লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।


লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ।


পৌর প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ২৫ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যাগ, বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রয়েছে।


লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বছরের প্রথমদিন শুরু করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণের চেয়ে সুন্দর কি বা হতে পারতো? বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে মোবাইল কিংবা টিকটকের সামগ্রী তুলে দিচ্ছি না। তাদের হাতে আমরা উন্নত মানুষ হওয়ার উপকরণ শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি। লক্ষ্মীপুর পৌরসভার এ আয়োজন আজ সারাদেশে উল্লেখযোগ্য হয়ে থাকবে।


বিবার্তা/সুমন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com