
ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি।
২৯ ডিসেম্বর, রবিবার ভোরে নিজকালিকাপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে ওই নাইজেরিয়ানকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও ৫ জন নাইজেরিয়ান পালিয়ে যায় বলে জানা গেছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, নাইজেরিয়ানরা স্থানীয় দালালের মাধ্যমে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানযোগে তারা ভারতে আসেন। রবিবার ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে আসার চেষ্টা করেন তারা। খবর পেয়ে বিজিবির একটি দল একজনকে আটক করে। গ্রেপ্তার নাইজেরিয়ানের নাম এমিকা গিলভার্ট (৪৫)। তার বাবার নাম গিলভার্ট এপি। তিনি নাইজেরিয়ার পুলিশ স্টেশনের অনিশা আনাম্বারা এস্টেটের বাসিন্দা।
রবিবার দুপুরে ধৃত নাইজেরিয়ানকে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, নিজকালিকাপুর সিমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ানকে আটক করা হয়েছে। তার কাছে পাসপোর্ট ও তার ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। পাসপোর্টের মেয়াদ থাকলেও তার কোনো ভিসা ছিল না।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]